রাজনীতিতে ডান বামের প্রত্যয়ের উদ্ভব ফরাসি বিপ্লবের সময় থেকে । ফরাসি বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালে । বিশেষ করে বামপন্থি বিশেষণের শুরুটা তখনই । ফরাসি বিপ্লব সেই যুগের এক যুগান্তকারী ঘটনা। রাজার একচ্ছত্র শাসনের বিরুদ্ধে ছিল সেই বিপ্লব। তখনকার শাসনব্যবস্থায় রাজার ছিল “স্টেটস জেনারেল” নামের পরিষদ। রাজার পরামর্শ সভা বলা যেতে পারে একে। এতে ছিল তিন ধরনের প্রতিনিধি। প্রথমত, সামন্ত প্রভু অভিজাতগণ । দ্বিতীয়ত, ধর্মযাজকগণ। আর তৃতীয়ত, ধনপতি বুর্জোয়া ও পেশাজীবীগণ প্রথম আর দ্বিতীয় ধরনের সদস্যদের চেয়ে তৃতীয় ধরনের সদস্যরা ছিল নিম্ন মর্যাদার। তাঁদের অভিজাত বলে গণ্য করা হতো না। পরিষদের সভাস্থলে সাধারণভাবে তাঁদের জায়গা হতো সভাপতির বাম পাশটায়। ১৭৮৯ সালের ৫ মে ফ্রান্সের ভার্সাই নগরে উক্ত স্টেটস জেনারেলের সভা বসলো। মূল কথা রাজার টাকার দরকার। রাজা সংক্ষিপ্ত বক্তৃতা করে সে কথা বললেন। তৃতীয় ধরনের সদস্যরা সেই সভায় নিয়ম ভাঙলেন । নিয়ম অনুযায়ী রাজার বক্তৃতার সময় হাঁটু গেড়ে থাকলেন না। বরং দাঁড়িয়ে রইলেন । প্রকাশ্যে অবাধ্যতা প্রদর্শন করলেন । এদিকে প্যারিস থেকে সাধারণ মানুষের ঢল নামলো ভার্সাইয়ে। তারা তৃতীয় ধরনের সদস্যদের পক্ষে । তারা রাজার বিরুদ্ধে দাঁড়াতে তাঁদের সাহস জোগাচ্ছেন। তখন সাধারণ জনগণ ও তাঁরা মিলে রাজার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করলেন। ঘোষণা করলেন, তৃতীয় ধরনের সদস্যদের নিয়ে জাতীয় পরিষদ গঠনের। তাঁরা বললেন- তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, রাজা তা অমান্য বা বাতিল করতে পারবেন না। তাঁরা শাসনব্যবস্থার পুরানো নিয়ম বদলাতে চাইলেন। নিজেদেরকে সংবিধান প্রণয়নকারী সংসদ বলে ঘোষণা করলেন। রাজার বাহিনী বিদ্রোহীদের ওপর চড়াও হলো।